কারো সঙ্গেই আমার সম্পর্ক তেমন সহজ হয় না।চতুর্দিকে লেগে থাকা অবাস্তবতা ছাড়েও না,আবার পরিচয় চিহ্নও হয়ে ওঠে না।কাদামাটি ছেনে যে অবয়ব সারাদিনে নির্মাণ করি সন্ধ্যায় তাকে চুরমার করার আকূতি প্রবল হয়ে ওঠে।ঝড়ের সমুদ্রের মুখে দাঁড়িয়ে অমোঘ হয়ে ওঠে এক পুণ্যস্নান।আমি নই,আমার ছায়া যেন ফুঁসে ওঠা সমুদ্রের প্রতিস্পর্ধী।