Tuesday, August 21, 2018


                                                        প্রতিটি সম্মেলকের পরে
                                   
কথা না বলে কলরব বলা ভালো।কলরব সম্মেলক।প্রাণে প্রাণ মিল করে দেয়।আমার কথার সঙ্গে তোমাদের ভেসে যাওয়া।আমিও বয়ে যাই কখনও কখনও।তেমন তেমন মানুষ পেলে ঝুলি উপুড় করার আদত আমার।দু-নম্বর প্ল্যাটফরম থেকে খুকুমণি বলে ডাক দিল মন্দিরা।আমিও মেতে গেলাম।রেললাইন পেরিয়ে শব্দ বয়ে যায়।তারপর মাঝখানে একটা আস্ত রেলগাড়ি।আমার অক্ষরেরা সহযাত্রী তখন।
শব্দ মানে অক্ষরও মাঝপথে নেমে যায়?স্টেশন এলে?কে তাকে বয়ে নিয়ে যায়?পিঁড়ি পাতে,স্বাদুজল দেয়?এইসব বুঝতে চাই ইদানীং।ভালোবাসি,ভালোবাসা বুঝি না তেমন ,অবহেলাও  না।যেখানে যাবার নয় সেখানে নোঙর করি।ভুল জলে,প্রতিকূল মোহনায়।ফিরে আসতে বেলা গড়িয়ে যায়।পেরিয়ে যায় অন্নগ্রহণের কাল।বিছানাটি পেতে রাখি।পৃথিবীর পাশটিতে।
                             ২১/০৮/১৮

No comments:

Post a Comment