সহজ
Acceptance,গ্রহণযোগ্যতা।।সংক্ষেপে বলিতে গেলে হিং টিং ছট।বিশদে তার প্রবাহমানতা উপত্যকা ছুঁয়ে হেঁটে যাওয়া নদীর মতো।গ্রহণযোগ্য করে তোলা,নিজেকে।আর জানালাটা খুলে রাখা।বাতাসের অপেক্ষায়।বর্ষা-বসন্ত-হিম-বিরহ অবিরল আসুক সে গলিপথে।তাকে বুকে করে বাঁচতে শেখাও acceptance,গ্রহণযোগ্যতা।
আমার প্রথম বিবাহ যাঁর সঙ্গে হয় সম্পর্ক খারিজ করবার আগে তিনি বলেছিলেন,দশ বছরে নিজের কোনো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারনি।Inefficient woman. কোনো জবাব দিইনি এসবের।এসব চাপান-ওতোরে আমার আস্থা নেই।কখনও ছিল না।মনে মনে কইলাম,সেতো বাপু তুমিও পারনি।নইলে ঘর ছাড়ার বেদনা আমায় বিবশ করে না কেন?
তবে এসব নিছক কথার পিঠে কথা।আসল ব্যাপার হল শব্দটি শক্তিমান।নিমেষে ছিন্নমূল করে দিতে পারে।আমিও প্রথমে বিচলিত বোধ করেছিলাম।কথার মোড় ঘোরাতে কুশলতা প্রয়োজন।যা তখনও রপ্ত করতে পারিনি।কাজেই বিলো দ্য বেল্ট আঘাতে বেশ একটু ফুটিফাটা হয়ে গেলাম।এরকম হলে আমি নিজের সঙ্গে কথা বলি।বলো তো আরশি সত্যটি তবে কী? আরশি বললে দুদিকে শিষ দেওয়া পেন্সিল।যেদিকেই ফেরাও দাগ একটা পড়বেই।
এতো জব্বর হেঁয়ালি।
তা একটু তো বটেই।ফেরার রাস্তা ধরবে নাকি জয়ের হাইওয়ে সেটাই অমোঘ।
দুই পথের প্রান্তেই ফিরে যাওয়া।কাজেই হাইওয়েই ধরে নাও।
মানুষ ছোঁবার আগে বাতাস ছুঁয়েছে তোমায়।সে বাঁচালে কে আর অন্য কথা বলে?
No comments:
Post a Comment