Voice...
কিছু কথা সকলের থাকে। সোনার কলম বা ধুলোমুঠি। সব্বার। আমার মতো অল্পবিদ্যা বা স্বল্পমেধার মানুষেরও একটা voice থাকে।ভয়েজও বলা যায়। নিরক্ষরেখা বরাবর। বিশ্ব হতে চিত্তে বিচরণ।
এই স্বর বজায় রাখা তেমন সহজ নয়।দুরূহও নয় আবার। যোগ্যতমের উদবর্তনের পর নাহয় মানুষ হিসেবে টিঁকে থাকা গেল,কিন্তু তারপর? নেই, আছে, সাদা, কালো, বাদামী, হিঁদু, মোসলেম,জৈন,কৃষ্ট, খৃষ্ট করতে করতে এক অদ্ভুত যাপন। ঘোলাটে, গোলমেলে। একের পর এক স্টেশন আসে। চলেও যায়।সহযাত্রী ওঠেন, কেউ নেমে যান। গন্তব্য ঘনিয়ে এলে আলো ধরেন তিনি। তাঁর মুখ কেমন জানি না। শুধু জানি তিনি প্রবল, বিরাট। 'মহাপ্রবলবলী'।
এইসব নাই কথা কারো কাজে লাগে না। আসে যায়। উড়তে উড়তে পৃথিবী ছাড়িয়ে যায়, ছাপিয়ে যায় না। স্বস্তিতে পাশ ফিরে শোয় আমার ছোটোখাটা ছায়ার আদল।
15/08/18
No comments:
Post a Comment